তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

  • আইন অধিশাখা

    • আইন ও বিধি প্রণয়ন শাখা

        1. আইসিটি বিভাগের আওতাধীন আইন, বিধি ও প্রবিধি প্রণয়ন;
        2. বিদ্যমান আইন, বিধি ও প্রবিধিসমূহ পর্যালোচনা/পরিমার্জন/সংশোধন সংক্রান্ত কার্যাবলী;
        3. আইসিটি আইন প্রণয়ন/পর্যালোচনা/সংশোধন সংক্রান্ত কার্যক্রম;
        4. অভ্যন্তরীন MOU ও চুক্তি সংক্রান্ত কার্যাবলী;
        5. অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত খসড়া আইন/বিধি/নীতির ওপর মতামত প্রদান;
        6. কর্তৃপক্ষের নির্দেশে প্রদত্ত অন্যান্য কার্যাবলী।
    • লিগ্যাল শাখা

        1. আইসিটি বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন মামলা-মোকদ্দমা সংক্রান্ত কার্যক্রম;
        2. মামলাসমূহের এসএফ (জবাব) প্রস্তুতকরণ;
        3. আইসিটি বিভাগের সচিব/সিনিয়র সচিবসহ কর্মকর্তাদের সম্পৃক্ত করে দায়েরকৃত মামলা ও রিট পিটিশন বিষয়ে সরকারি কৌঁসুলির সঙ্গে যোগাযোগক্রমে যাবতীয় কার্যক্রম গ্রহণ;
        4. প্রশাসনিক ট্রাইব্যুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা নিষ্পত্তির লক্ষ্যে জবাব তৈরি এবং সরকারি কৌঁসুলির সঙ্গে যোগাযোগক্রমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ;
        5. আইসিটি বিভাগের আইনি জটিলতা সংক্রান্ত বিষয়ে মতামত প্রদান;
        6. কর্তৃপক্ষের নির্দেশে প্রদত্ত অন্যান্য কার্যাবলী।